নেত্রকোনা:বঙ্গবন্ধুর ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নেত্রকোনার পূর্বধলা উপজেলায় আওয়ামী যুবলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৭ই মার্চ(বৃহস্পতিবার) দুপুর ২টায় উপজেলা সাবরেজিষ্ট্রি অফিস প্রাঙ্গনে এসব কর্মসূচি পালিত হয়।
ঢাকা কেন্দ্রীয় মহানগর (উত্তর)কৃষকলীগের সহ সভাপতি ও রোজা ফাউন্ডেশনের চেয়ারম্যান মাজহারুল ইসলাম সোহেলের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা শাহীনুর রহমান শাহীন, নারান্দিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল হক সাগর,আওয়ামীলীগ নেতা দিদারুল ইসলাম দিদার, বজলুর রহমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মাজহারুল ইসলাম সোহেল বলেন,' জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের চক্রান্ত থেমে নেই, তার জীবনের নিরাপত্তার জন্য সকলের কাছে দোয়া চান তিনি।
মাজহারুল ইসলাম সোহেল আরো বলেন,"আগামী সংসদ নির্বাচনে আওয়ামীলীগ কে আবারো জয়যুক্ত করার লক্ষ্যে এখন থেকেই ঐক্যবদ্ধ প্রস্তুতি নিতে হবে, যে কোন মূল্যে স্বাধীনতা বিরোধী শক্তিকে প্রতিহত করতে হবে। পূর্বধলার মানুষের ভাগ্যন্নোয়নে সবসময় নি:স্বার্থ ভাবে কাজ করে যাবেন বলেও এসময় ঘোষণা দেন তিনি"।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়,পরে দু:স্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
নয়ন বর্মন,নেত্রকোনা প্রতিনিধি,বাংলাদেশ দর্পণ