শ্রীচৈতন্য মহাপ্রভুর ৫৩৭তম জন্মতিথি ও দোল পূর্ণিমা উপলক্ষে সনাতন বিদ্যার্থী সংসদ, মাইকেল মধুসূদন মহাবিদ্যালয় শাখার উদ্যোগে আলোচনা সভা,র্যালী ও রঙের উৎসবের আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ যশোর জেলা শাখার সভাপতি দীপংকর দাস রতন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর সরকারি সিটি কলেজ উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক অলোক বসু, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব প্রণব দাস, সনাতন বিদ্যার্থী সংসদ বৃহত্তর যশোর জেলার আহবায়ক বিদ্যুৎ কুমার দে, সনাতন বিদ্যার্থী সংসদ যশোর জেলার প্রধান সমন্বয়ক বিশ্বজিৎ মজুমদার।
আরও উপস্থিত ছিলেন মাইকেল মধুসূদন মহাবিদ্যালয় শাখার সাধধারণ সম্পাদক দেবাশীষ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক কল্যাণ বিশ্বাস, সিটি কলেজ শাখার অর্থ সম্পাদক শুভ মন্ডলসহ আরো অনেকে।
আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সনাতন বিদ্যার্থী সংসদ এমএম কলেজ শাখার সভাপতি সত্যজিৎ মজুমদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তনুশ্রী সিংহ।
আলোচনা সভা শেষে কলেজে বর্ণাঢ্য র্যালীর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
বিশ্বজিৎ মজুমদার, যশোর প্রতিনিধি | বাংলাদেশদর্পণ.কম