নেত্রকোনা: উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধিত ) প্রকল্প এর আওতায় নেত্রকোণা জেলার সদর উপজেলায় ২০২৩-২৪ মৌসুমে ২২০০ জন তালিকাভুক্ত পাটচাষিদের মধ্যে ১ বিঘা জমির জন্য জনপ্রতি ১ কেজি তোষা পাট বীজ ও ১২কেজি রাসায়নিক সার ( ৬ কেজি ইউরিয়া, ৩কেজি এমওপি এবং ৩ কেজি টিএসপি)বিনামূল্যে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার(১৩ইমার্চ) সকাল ১০টায়, সদর উপজেলা হলরুমে সার ও বীজ বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম, উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার রেহনুমা নওরিন, জেলা পাট চাষি সমিতির সভাপতি মো আব্দুস শহিদ, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা সুজিত গোস্বামী প্রমুখ।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম কৃষকদের পাটের উৎপাদন আরো বৃদ্ধির কথা বলেন। এছাড়া পাট চাষে সকলকে আরো উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
নয়ন বর্মন, নেত্রকোনা প্রতিনিধি, বাংলাদেশ দর্পণ