যশোরে টেরাকোটা ক্রিয়েটিভস ও চারুপীঠ আর্ট রিসার্চ ইনস্টিটিউটের সহযোগিতায় ১৩তম রঙ্গোত্তর শিল্প প্রদর্শনী শিরোনামে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনীটি চারুপীঠ আর্ট গ্যালারীতে ৭ জুন, শুক্রবার বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং ৮ জুন, শনিবার সকাল ১০টা থেকে রাত ৯ টা পর্যন্ত চলবে।
প্রদর্শনীটি উদ্বোধন করেন অধ্যাপক আফসার আলী। শুভেচ্ছা বক্তব্য রাখেন চারুপীঠের প্রতিষ্ঠাতা শিল্পী মাহবুব জামাল শামিম,বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ, শিল্পী মফিজুর রহমান রুন্নু্, সাংস্কৃতিক সংগঠক লুৎফুন্নেসা, মৃত্তিকা কামাল।
সভাপতিত্ব করেন চারুপীঠ যশোরের সভাপতি হারুন উর রশীদ। সঞ্চালনা করেন চারুপীঠ যশোরের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ।
উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এ্যাড: মাহমুদ হাসান বুলু,সিপিবি যশোরেরর সাধারণ সম্পাদক এলাহ্দাদ খান,খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক শান্তনা সাহরিন নিনি,এস এম সুলতান ফাইন আর্ট কলেজের শিক্ষক কৃষি গৌতম শিক্ষক, এস,এম সুলতান সংগ্রশালা,নড়াইলের কিউরেটর তন্দ্রা মুখার্জী। অনুষ্ঠানে চারুপীঠের পক্ষ থেকে আবতাহী রহমানকে এক বছরের গবেষণা ফেলোশিপ প্রদান করা হয়।
বিশ্বজিৎ, যশোর
প্রতিনিধি,
বাংলাদেশ
দর্পণ