যশোর:
শিক্ষার্থীদের ব্যাক্তিগত লাইব্রেরি গড়ে তুলে বই
পড়ে মানুষ হওয়ায় উৎসাহিত করার জন্য একাত্তরের
ঘাতক দালাল নির্মূল কমিটি আজ বিকালে এক
সংক্ষিপ্ত অনুষ্ঠানে ১১ জন শিক্ষার্থীর
হাতে উপহার হিসাবে কিছু বই তুলে
দেয় হয়।
বিকাল
৫টায় জেসিফ শিশুস্বর্গ বিদ্যালয় নাজির শংকরপুরে এক অনাড়ম্বর অনুষ্ঠানে
স্বাধীনতা যুদ্ধে নির্মম ভাবে শত্রুর হাতে
নিহত ৫ জন শহীদের
নামে ৫ টি ফুলের
চারা রোপন করা হয়।
শহীদরা হলেন শহীদ আসাদুজ্জামান,
মাশুকুর রহমান তোজো, সিরাজু ইসলাম শান্তি, নজরুল ইসলাম ও আহসানউল্লাহ মানিক।
শিক্ষার্থীরা
এই গাছ রোপণ করেন।
এর পর বিদ্যালয়ের প্রধান
শিক্ষক শিখা ধরের সভাপতিত্বে
সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন
নির্মূল কমিটির জেলা সভাপতি হারুন
অর রশীদ, সাধারন সম্পাদক সাজেদ রহমান বকুল, ও পৌর কমিটির
সভাপতি ইমতিয়াজ আহমেদ মুন। উপস্থিত ছিলেন
জেলা নেতা প্রকৌশলী নুরুল
ইসলাম, প্রণব দাস, সৈয়দ সামসুদ্দিন
জ্যোতি, মোয়াজ্জেম হোসের মঞ্জু, আহসান উল্লা ময়না, মশিয়ার রহমান, সুকান্ত দাস, পৌর নেতা
আনিসুর রহমান, কামরুল ইসলাম রিপন, মাসুমবিল্লাহ প্রমুখ।
শিক্ষার্থীদের
নিজেদের দেয়া লাইব্রেরির নাম
সহ তাদের ঠিকানা সম্বলিত সিল ২০অধিক বই
উপহার দেয়া হয়। ঘাতক
দালাল নির্মূল কমিটির জেলা সভাপতি হারুন
অর রশীদ বলেন বই
পড়া ছাড়া জ্ঞানার্জন সম্ভব
না বিধায় শিক্ষার্থীদের বই পড়ে মানুষ
হওয়ার পথে এই ব্যক্তিগত
লাইব্রেরি গড়ে তোলা একটা
ভালো ফল দেবে।
বিশ্বজিৎ, যশোর প্রতিনিধি, বাংলাদেশ দর্পণ