সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন টিম ৩০ আগস্ট ফেনীর সিমান্তবর্তী বিভিন্ন উপজেলায় বানবাসি মানুষদের জন্য উপহার সামগ্রী নিয়ে যায়।
বন্যার্তদের সহযোগীতার জন্য "হিন্দু ডক্টরস এসোসিয়েশন", ও " হিন্দু ইকোনমিক ফোরাম " পাশে দাঁড়ায় । স্বেচ্ছাসেবী টিম বৃহস্পতিবার সকাল থেকেই বড় আকারের চাল,ডাল,তেল,লবণ,আলু কেনাকাটা করছে, স্বেচ্ছাসেবীরা দলগত ভাবে কাজ করে ১৫০০+ প্যাকেট করে, তা ৩০ আগষ্ট সারাদিন সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন এর সকল সদস্য বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে পৌঁছে দেয়।
সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান শ্রী আকাশ চন্দ্র শীল জানান," আমরা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে এই উপহার পৌছে দিচ্ছি। আমাদের খাবার কর্মসূচীর এটা অষ্টম ধাপ চলমান। আমরা এবারে খাবারের পাশাপাশি , প্রয়োজনীয় কাপড়, প্রয়োজনীয় ঔষধ দিচ্ছি। স্বেচ্ছাসেবীদের পাশাপাশি আমাদের সাথে আছে মেডিকেল টিম। আমরা দুইটি টিমে ভাগ হয়ে, সোনাগাজী ও পরশুরাম উপজেলা সহ আশেপাশের প্রকৃত ভুক্তভোগীর কাছেই এই ভালোবাসা পৌঁছে দিচ্ছি।
মেডিকেল টিমের শ্রী আখি ও শ্রী বাবু দে জানান, বন্যার পানিতে মানুষের অসচেতনতার জন্য, শরীরে নানা রোগে আক্তান্ত হচ্ছে, বেশির ভাগ মানুষের চর্ম রোগ হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে। তাদের প্রাথমিক প্রর্যায়ে সচেতনতা ও ঔষধ সেবা দিচ্ছি।
স্বেচ্ছাসেবী
টিম যে দুইটি অংশে
বিভক্ত হয়ে মানুষের জন্য উপহার পৌছে
দেয়।
টিম-১
১)বিলোনিয়া, ২)বাউরপাথর, ৩) ঘোষগ্রাম ৪)অলকা,৫)কাউতলী, ৬)অনন্তপুর, ৭)পরশুরাম বাজার,৮)ফুলগাজী,পরশুরাম
টিম-২
১/সেনেরখীল,২/ কাজীরহাট,৩/
জেলে পাড়া (দাস পড়া)
৪/ মঙ্গলকান্দি, ৫/ সেনেরখীল ৬/লক্ষ্মীনারায়ণ পুর, পালপাড়া,সোনাগাজী
ফেনী জেলার পক্ষ থেকে ধন্যবাদ সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন টিমকে । মানব কল্যাণে নিরলস কাজ করে চলা সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন টিম।
ফেনী প্রতিনিধি ,ফেনী
জেলা,বাংলাদেশ
দর্পণ