মাগুরায় যথাযথ মর্যাদায় ও নানা কর্মসূচির মধ্যদিয়ে মহান বিজয় দিবস উদযাপন উদযাপিত হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর)শালিখার তালখড়ি স্মৃতিসৌধে প্রথমে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে ফুল দেওয়া হয়। এরপর শালিখা উপজেলা প্রশাসন, উপজেলা বিএনপি সহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন সহ প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের, শিক্ষক ও ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এরপর আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বিজয় মেলা উদ্বোধন ও বিভিন্ন স্টল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ, উপজেলা বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আনিচুর রহমান মিল্টন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান চকলেট, শ্রমিক দলের সিনিয়র যুগ্ন আহবায়কঃ মোঃ জামাল হোসেন। প্রমুখ,,
শালিখা থানা অফিসার ইনচার্জ অলি মিয়া সহ আরো অনেকে। তাছাড়া বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা এবং মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে মহান বিজয় দিবসের কর্মসূচি পালন করা হয়।
সুবির কুমার
শালিখা প্রতিনিধি (মাগুরা),বাংলাদেশ দর্পণ