আওয়ামী লীগ থেকে যাঁরা দলীয় মনোনয়ন পেয়েছেন, তাঁদের মধ্যে এ পর্যন্ত ১৬ জন নারী প্রার্থীর নাম জানা গেছে। আর সংখ্যালঘু সম্প্রদায় থেকে মনোনয়ন পেয়েছেন ১৫ জন। আজ রোববার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে একাদশ সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন বিতরণ শুরু হয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ৩০০ আসনের মধ্যে আজ ২৩০ টির মতো আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের চিঠি দেওয়া হচ্ছে।

মনোনয়ন পাওয়া নারী প্রার্থীরা হলেন: 

১। প্রধানমন্ত্রী শেখ হাসিনা (গোপালগঞ্জ-২ ও রংপুর-৬),

২। মতিয়া চৌধুরী (শেরপুর-২),

৩। সাহারা খাতুন (ঢাকা–১৮),

৪। দীপু মনি (চাঁদপুর-৩),

৫। সিমিন হোসেন রিমি (গাজীপুর-৪),

৬। মাহাবুব আরা বেগম গিনি (গাইবান্ধা-২),

৭। ইসমাত আরা সাদেক (যশোর-৬),

৮। হাবিবুন্নাহার (বাগেরহাট-৩),

৯। মুন্নুজান সুফিয়ান (খুলনা-৩),

১০। জেবুন্নেছা আফরোজ (বরিশাল-৫),

১১। সাগুফতা ইয়াসমিন এমিলি (মুন্সিগঞ্জ-২),

১২। মেহের আফরোজ চুমকি (গাজীপুর-৫),

১৩। জয়া সেনগুপ্তা (সুনামগঞ্জ-২),

১৪। মমতাজ বেগম (মানিকগঞ্জ-২),

১৫। সেলিমা আহমেদ (কুমিল্লা-২) ও

১৬। শাহীন আকতার চৌধুরী (কক্সবাজার-৪)।

সংখ্যালঘু প্রার্থী যাঁরা:

দলটি সংখ্যালঘু সম্প্রদায়ের বেশ কয়েকজনের মনোনয়ন নিশ্চিত করেছে। তাঁরা হলেন:

১। রমেশচন্দ্র সেন (ঠাকুরগাঁও-১),

২। সাধনচন্দ্র মজুমদার (নওগাঁ-১),

৩। বীরেন শিকদার (মাগুরা-২),

৪। পঞ্চানন বিশ্বাস (খুলনা-১),

৫। নারায়ণ চন্দ্র চন্দ (খুলনা-৫),

৬। ধীরেন্দ্রচন্দ্র দেবনাথ শম্ভু (বরগুনা-১),

৭। পংকজ দেবনাথ (বরিশাল-৪),

৮। মৃণাল কান্তি দাস (মুন্সীগঞ্জ-৩),

৯। মানু মজুমদার (নেত্রকোণা -১)

১০। অসীম কুমার উকিল (নেত্রকোনা-৩),

১১। রণজিত কুমার রায় (যশোর-৪),

১২। স্বপন ভট্টাচার্য (যশোর-৫ ),

১৩। জয়া সেনগুপ্তা (সুনামগঞ্জ -২)

১৪। কুজেন্দ্র লাল ত্রিপুরা (খাগড়াছড়ি),

১৫। বীর বাহাদুর উসৈ সিং (বান্দরবান)।

 

আরও পড়ুন: সারাদেশে আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়ন পেলেন যাঁরা

এছাড়াও দেখুন: ভারতে নাগরিকত্ব বিলে বাদ পড়বে বাংলাদেশী হিন্দুরা?