আন্তর্জাতিক ডেস্ক: মহারাষ্ট্রের পর এবার ভারতের উত্তর প্রদেশে দুই সাধুকে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার রাতে রাজ্যটির বুলন্দশহরের এক শিবমন্দিরে ঘুমন্ত দুই সাধুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।

জানা যায় সোমবার (২৭ এপ্রিল) রাতে মন্দির সংলগ্ন আবাসে ঘুমিয়ে ছিলেন ওই দুই সাধু। ঘুমন্ত অবস্থাতেই তাদের কুপিয়ে হত্যা করা হয়। মঙ্গলবার সকালে গ্রামবাসী ওই মন্দিরে গেলে রক্তাক্ত সাধুদের মৃতদেহ দেখতে পায়। দ্রুত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

এই নৃশংস ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই দুই পুরোহিত হত্যার ঘটনা দ্রুত সুষ্ঠু তদন্ত করতে নির্দেশ দিয়েছেন। পুলিশকে ঘটনাস্থল পরিদর্শন করে বিস্তারিত প্রতিবেদন দিতে বলেছেন তিনি। এছাড়া প্রকৃত দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দেন যোগী।

বুলন্দ শহরের এসএসপি সন্তোষ কুমার সিংহ সংবাদমাধ্যমকে বলেন, অভিযুক্ত ধরা পড়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, কিছুদিন আগে ওই অভিযুক্ত সাধুদের চিমটা (এক ধরণের যন্ত্র) নিয়ে গিয়েছিল। একারণে পুরোহিতরা তাকে বকা দেয়। তাই প্রতিশোধপরায়ণ হয়ে ওই দুই পুরোহিতকে খুন করেন তিনি।

 

কিছুদিন আগেই ভারতের মহারাষ্ট্রের পালঘরে দুই সাধুকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও সাধু হত্যার ঘটনা ঘটলো ভারতে।

আরও পড়ুন: মহারাষ্ট্রে ২ সাধুকে পিটিয়ে হত্যা করলো উন্মত্ত জনতা

এডি/আরকে