খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ও সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর গোলাম রাব্বানী টিপুকে ‘স্থানীয় দ্বন্দ্বের জেরে টোপ দিয়ে’ কক্সবাজারে নিয়ে হ ত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে পরিবার।

টিপুকে (৫৪) বৃহস্পতিবার সন্ধ্যায় কক্সবাজারের সমুদ্র সৈকত সংলগ্ন হোটেল সি-গালের সামনের ফুটপাতে গু লি করে হ ত্যা করা হয়।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য খুলনা সিটি করপোরেশনের আরেক সাবেক কাউন্সিলর শেখ হাসান ইফতেখার চালু, টিপুর বন্ধু মেজবাহ উদ্দিন ভুট্টোকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে র‌্যাব। 

খুলনা মহানগরীর দৌলতপুর থানার ওসি মীর আতাহার আলী বলেন, “টিপুর বিরুদ্ধে দৌলতপুর থানায় দুটি মামলা রয়েছে। দুটিতেই তিনি জামিনে ছিলেন। হত্যাকাণ্ডের বিষয়ে আমরাও খোঁজ-খবর নিচ্ছি।”

বিকালে টিপুর স্বজনরা কক্সবাজার পুলিশের কাছ থেকে মরদেহ বুঝে নিয়ে খুলনার উদ্দেশে রওনা হয়েছেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।