চট্টগ্রামে নতুন করে আরও ৬ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

ফৌজদারহাটের বিআইটিআইডিতে মঙ্গলবার (০৫ মে) রাতে  নমুনা পরীক্ষা শেষে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এই তথ্য জানান।

মঙ্গলবার বিআইটিআইডিতে ২৩৯টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ফলাফল পজিটিভ আসে ৭ জনের। তার মধ্যে নতুন রোগী ৬ জন। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৫ জন ও লোহাগাড়ার বাসিন্দা রয়েছেন একজন।

আক্রান্তদের মধ্যে রয়েছেন কাঠগড়ের ১ জন, দামপাড়ার ১ জন, পাঁচলাইশের ১ জন, নন্দনকাননের ১ জন, মা ও শিশু হাসপাতালের ১ জন, সবশেষে ১ জন লোহাগাড়ার।

জানা গেছে, আক্রান্তদের মধ্যে নন্দনকাননের পুরুষ লোকটি এবং নাসিরাবাদের নারী উভয়েই পেশায় চিকিৎসক।

দামপাড়ায় শনাক্ত ব্যক্তি পুলিশের ট্রাফিক বিভাগের উত্তর জোনে কর্মরত কনস্টেবল। নগরীর দেওয়ানহাটে উনার বাসা। গত ২৮ এপ্রিল ফৌজদারহাটের ফিল্ড হসপিটালে তাকে ভর্তি করা হয়।

চট্টগ্রামে এ পর্যন্ত ১৮ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হলেন। এদের মধ্যে একজন র‌্যাবের চট্টগ্রাম জোনে কর্মরত আছেন ও পাঁচজন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

চট্টগ্রামে এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে  ৪৪৮৮ জনের। করোনাভাইরাস শনাক্ত হয়েছে এদের মধ্যে ১৭৯ জনের। এর মধ্যে ১১৬ জনই চট্টগ্রাম জেলার। এর মধ্যে বাইরের জেলা থেকে আসা ৫ জন আছেন। এখন পর্যন্ত করোনা সংক্রমণজনিত জটিলতায় মারা গেছেন ৮ জন।

আরও পড়ুন:

জনি বিশ্বাস, নিজস্ব প্রতিবেদক | বাংলাদেশদর্পণ.কম