বাঘারপাড়া (যশোর): আসছে আগামী ঈদুল ফিতর উপলক্ষে গত ১০ মে থেকে সারাদেশে লকডাউন শিথিল করা হয়েছে। যার ফলে ১০ মে এরপর থেকে প্রতিদিন গড়ে এক হাজার করোনা রোগী শনাক্ত হচ্ছে। বেড়েছে মৃত্যুর সংখ্যা। কিন্তু তারপরও মানুষ করোনা ভাইরাসকে তাদের বুড়ো আঙুল দেখিয়ে বাইরে বের হচ্ছে ঈদের নতুন কাপড়চোপড় কিনতে।
সোমবার (১৮ মে) বাঘারপাড়া উপজেলার অন্যতম বড় নারিকেলবাড়িয়া বাজার ঘুরে দেখা গেছে কাপড় এবং জুতোর দোকানগুলোতে মানুষের উপচে পড়া ভিড়। যেখানে মানা হচ্ছে না কোন প্রকার সামাজিক দূরত্ব। দোকান গুলোতে বিন্দু মাত্র নেই কোন প্রকার সচেতনতার চিহ্ন।যার ফলে সচেতন মহলের মানুষ গুলো ইতস্ততা বোধ করছে বাজারে যেতে নিজের প্রয়োজনীয় কাজ গুলো মেটাতে।
তবে ভিন্ন রকম চিত্র দেখা গেছে বাজারের অন্য পাশে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে তরকারি বজার সরিয়ে নেওয়া হয়েছিলো নারিকেল বাড়িয়া স্কুল মাঠে। সেখানে দেখা যায়নি কোন প্রকার ভিড়। সকালে সামাজিক দূরত্ব মেনে দোকান দিয়েছে এবং বাজার করছে।
আরও পড়ুন: নারিকেলবাড়িয়া বাজার পুনরায় লকডাউন
সন্দীপ মন্ডল, নিজস্ব প্রতিবেদক | বাংলাদেশদর্পণ.কম