ভারতের যোগগুরু ও পতঞ্জলি আয়ুর্বেদের কর্ণধার স্বামী রামদেব বলেছেন, করোনা চিকিৎসায় শতভাগ কার্যকরি ফল রাখবে তাদের আবিষ্কৃত ‘করোনিল’ নামের আয়ুর্বেদিক ওষুধ।

আয়ুর্বেদিক প্রতিষ্ঠান পতঞ্জলি কর্তৃক তৈরী এই ওষুধ ভারতের বাজারে বিক্রি শুরু হয়েছে।

আগেই প্রতিষ্ঠানটির সিইও আচার্য বালকৃষ্ণ জানিয়েছিলেন করোনার চিকিৎসা হিসাবে আয়ুর্বেদ বড় ভূমিকা রাখতে পারে। করোনা প্রতিরোধ করতে পারে এমন সব আয়ুর্বেদিক উপাদান নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শেষে তারা ‘করোনিল’ ওষুধটি বাজারে এনেছেন। করোনা আক্রান্ত রোগী এই ওষুধ সেবন করলে ৫ থেকে ৭ দিনে মিলবে করোনা থেকে মুক্তি।

হরিদ্বারে পতঞ্জলির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে বাবা রামদেব জানিয়েছেন, আজ থেকে পতঞ্জলি'র সকল স্টোরে করোনা প্রতিরোধকারী করোনিল ওষুধটি পাওয়া যাবে। 

তবে ওষুধটি দাম জানাননি তারা। জানা যাচ্ছে, ওষুধটির দাম সাধারণ মানুষের ক্রয় সীমার মধ্যেই থাকবে। এটার দাম ৬০০ রুপি বলে জানা গেছে। তবে দরিদ্রদের জন্য ওষুধটি বিনামূল্যে বিতরণেরও ব্যবস্থা রেখেছেন বাবা রামদেব।

আন্তর্জাতিক ডেস্ক | বাংলাদেশদর্পণ.কম