নেত্রকোনা: জেলার দুর্গাপুর উপজেলায় সোমেশ্বরী নদীতে সাঁতরে বালু তোলার মেশিনে পাইপ লাগাতে গিয়ে ডুবে আবু বকর (২৫) নামে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে সোমেশ্বরী নদীতে ড্রেজারে বালু তুলতে গিয়ে তেরিবাজার ঘাটে এই দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ ওই শ্রমিক উপজেলার চন্ডীগড় ইউনিয়নের কেরনখলা গ্রামের দুলাল মিয়ার ছেলে।
স্থানীয় শ্রমিকরা জানান, মঙ্গলবার (৭ জুলাই) আবু বকর ড্রেজার মালিক ইসমাইল হোসেনের এখানে কাজ নেন। সকাল থেকে কাজ করে দুপুরে পাড়েই সবার সাথে খেয়ে পুনরায় নদীতে নামেন। নদীতে পানি বেশি হওয়ায় সাঁতরে ড্রেজারের পাইপ নদীর তলদেশে লাগাতে গিয়ে আর উঠে আসেননি।
অনেকক্ষণ পর তার ফিরে না আসা দেখে অন্যান্য শ্রমিকরা মালিককে খবর দেন। খবর পেয়ে মালিক এসে ফায়ার সার্ভিসকে জানালে তারা প্রাথমিকভাবে খোঁজাখুঁজি করে ময়মনসিংহের ডুবুরি দলকে খবর দেয়।এ রিপোর্ট লেখা পর্যন্ত তার সন্ধান মেলেনি।
উল্লেখ্য, স্রোতস্বিনী সোমেশ্বরী নদীর চোরাবালিতে ডুবে ও বজ্রপাতে প্রতিবছরই একাধিক মৃত্যুর ঘটনা ঘটে থাকে।
নেত্রকোনা প্রতিনিধি । বাংলাদেশদর্পণ.কম