মধ্যপ্রদেশের উজ্জয়িনীর  নাগচন্দ্রেশ্বর মন্দির বিশেষ একটি মন্দির । কেননা শুধু নাগপঞ্চমীর শুক্লপক্ষ তিথিতে এই মন্দির খোলা হয় এবং সেই দিন নাগরাজ তক্ষক এই মন্দিরে প্রকট হন বলে ধারণা করা হয়। নাগপঞ্চমী ছাড়া সবসময় বন্ধ থাকে এই মন্দিরের দরজা।

নাগচন্দ্রেশ্বর মন্দিরকে ঘিরে একাধিক ঘটনা। শ্রাবণ শুক্লপক্ষ তিথিতে এই মন্দিরে ধুমধাম করে নাগরাজের পূজা করা হয়। আর সেই দিন নাগরাজ তক্ষক সকলকে আশীর্বাদ করেন। নাগরাজের আশীর্বাদে অনেকের মনের ইচ্ছা পূরণ হয়েছে বলেও শোনা যায়। পৃথিবীর এটিই একমাত্র মন্দির যেখানে  বিষ্ণুর বদলে নাগশয্যায় থাকেন শিব। এই মন্দিরের শিব-পার্বতী ও গনেশের মাথার উপর ছাতার মত বিরাজ করছেন নাগরাজ।

nagpanchami-2

পৌরাণিক মতে নাগরাজ তক্ষক মহাদেবকে কঠিন তপস্যা দ্বারা সন্তুষ্ট করলে মহাদেব তাকে বর দেন এবং এরপর থেকেই তক্ষকরাজ মহাদেবের সাথে নাগরাজ থাকেত শুরু করেন। মহাদেবের মাথার উপর নাগশয্যার এই দৃশ্যটি কেবল নাগপঞ্চমীর দিনই দেখা যায়।

আরও পড়ুন: