নেত্রকোনা: ঈদের আনন্দ ভাগাভাগি করার লক্ষ্যে ২ শত অসহায় ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে নারীনেত্র উন্নয়ন সমিতি। 

বৃহস্পতিবার (৩০ জুলাই) জেলা সদরের অনন্তপুরের দিশারী গ্রন্থাগারে এই খাদ্য সামগ্রী উপহার দেয়া হয়। অবসরপ্রাপ্ত শিক্ষক আলী ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা এ কে এম আজহারুল ইসলাম অরুণ।

হতদরিদ্র ও অসহায় ২শত পরিবার ঈদে এই উপহার সামগ্রী পেয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।বেলজিয়াম ভিত্তিক সংগঠন হ্যান্ড টু হ্যান্ড এতে পৃষ্ঠপোষকতা করে।

 

নয়ন বর্মন।নেত্রকোনা প্রতিনিধি।বাংলাদেশদর্প ণ.কম