গোটা বিশ্ব আজ যেন নিস্তব্ধ হয়ে গেছে মহামারী করোনা ভাইরাসের কারণে। সব কিছুই যেন থমকে দাঁড়িয়েছে। বর্তমানে এই স্তব্ধতা কাটিয়ে সবকিছুই যেন আবার শান্ত হতে চলেছে। তার ধারাবাহিকতায় এবার ২২ গজের মাঠে ফিরতে চলেছে বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেট।

ক্রিকেট আর বাঙালী জাতি যেন একে অপরের সাথে জড়িত। ক্রিকেট মানেই যেন বাঙালির প্রাণ। আর সেটি যদি হয় বিশ্বকাপ তাহলে তো কথায় নেই। বিশ্বকাপ শব্দটা শুনলেই যেন বাঙালির মনে এক আলোড়ন সৃষ্টি করে। তাই আরো একবার বাঙালির মনে উদ্বেগ সৃষ্টির সুযোগ করে দিলো ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি।

আইসিসির নিয়ম অনুসারে প্রতি দুই বছর পর পর টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু করোনার কারণে আসরটি স্থগিত হয়ে গেলেও এটি ২০২২ সালে অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়াতে। আর পূর্ববর্তী নিয়ম অনুসারে আগামী বছর টি-টোয়ন্টি বিশ্বকাপ হবে ভারতে। আইসিসি এই সিদ্ধান্ত নিয়েছে।

অন্য দিকে আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য যে দল যোগ্যতা অর্জন করেছে, তারাই ভারতে খেলবে। তবে ২০২২ বিশ্বকাপের জন্য নতুন করে বাছাই পর্বের খেলা হবে।

 নিজস্ব প্রতিবেদক | বাংলাদেশদর্পণ.কম