করোনা ভাইরাসের আক্রমণে যখন গোটা বিশ্ব আজ থমকে দাঁড়িয়েছে ঠিক তখনই সকলকে আবাক করে গত জুনের শুরুতে নিউজিল্যান্ডকে আনুষ্ঠানিকভাবে করোনা মুক্ত ঘোষণা করে দেশটির সরকার।
কিন্তু টানা ১০২ দিন কোনো পর গত ৯ আগস্ট সংক্রমণ শনাক্ত হয় নিউজিল্যান্ডে। এরপরই সতর্ক অবস্থানে চলে যায় দেশটির সরকার। পুনরায় জারি করা হয়েছে লকডাউন। ভাইরাসটির বিস্তার রোধে জারিকৃত লকডাউন সংক্রান্ত বিধিনিষেধের মেয়াদ আরও ১২ দিন বাড়ানোর ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন।
তিনি আরও বলেন,"দ্বিতীয় দফায় অকল্যান্ড থেকে যে গুচ্ছ সংক্রমণের সূত্রপাত হয়েছিল তার কারণ অনুসন্ধান চলছে। কিন্তু গত সপ্তাহে ফের শুরু হওয়া সংক্রমণ বেড়েই চলেছে। আর তাই করোনাভাইরাসের বিস্তার রোধে জারি লকডাউন সংক্রান্ত বিধিনিষেধগুলোর মেয়াদ বাড়ানোর এই সিদ্ধান্ত নিয়েছে তার সরকার।"
নিজস্ব প্রতিবেদক | বাংলাদেশদর্পণ.কম