চট্টগ্রামের লোহাগাড়া রশিদার পাড়া ভাই ভাই একতা সংগঠনের উদ্যোগে আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
২৪ আগষ্ট সোমবার বিকেলে উপজেলার সদর রশিদার পাড়া সংলগ্ন রেলওয়ে মাঠে
পশ্চিম আমিরাবাদ যুব ঐক্য পরিষদ বনাম চরম্বা সুফিয়াবাদ ফুটবল একাদশ অংশ নেয়।
খেলার শুরু থেকে সমাপ্তি পর্যন্ত মনোমুগ্ধকর কাউন্টার এটাকিং ফুটবল খেলা প্রদর্শন করে খেলোয়াররা।
তাদের নৈপূণ্যময় ফুটবল খেলা প্রদর্শনে মুগ্ধ হন হাজার হাজার দর্শক। প্রথমার্ধের থেকে শেষ পর্যন্ত ৪টি গোল করেন পশ্চিম আমিরাবাদ যুব ঐক্য পরিষদের খেলোয়ার রোকন দলকে ৪ -০ গোলে এগিয়ে নেন। সমতায় ফেরাতে চরম্বা সুফিয়াবাদ ফুটবল একাদশের খেলোয়ারা গোল পরিশোধ করতে আক্রমণ করতে থাকেন।
চরম্বা সুফিয়াবাদ ফুটবল একাদশ
বেশ কয়েকটি গোল করার সুযোগ পেয়েও ব্যর্থ হয়। ফলে ৪০ মিনিটের সময়সীমা শেষ হলে ৪-০ গোলে এগিয়ে থেকে পশ্চিম আমিরাবাদ যুব ঐক্য পরিষদ চ্যাম্পিয়ন হয়।
চ্যাম্পিয়ন দল পশ্চিম আমিরাবাদ যুব ঐক্য পরিষদ কে নগদ ২৫০০ হাজার টাকা ও রানার আপ দল চরম্বা সুফিয়াবাদ ফুটবল একাদশ কে ১৫০০ হাজার টাকা পুরস্কৃত করা হয়।
সাংবাদিক শাহজাদা মিনহাজের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া সদর ইউপি ৩নং ওয়ার্ড সদস্য হাফেজ জাহা লোহাগাড়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভির চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রতিনিধি আবদুল আউয়াল জনি, রশিদার পাড়া আওয়ামী লীগ, যুবলীগ, ছত্রলীগ ঐক্য পরিষদের সভাপতি আবদুল্লাহ আল সায়েম,
রশিদার পাড়া আওয়ামী লীগ, যুবলীগ, ছত্রলীগ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেদ্দা বঙ্গবন্ধু পরিষদ আল জাহারা শাখার সভাপতি হোসেন রিয়াদ মোঃ রুবেল, লোহাগড়া ভাই ভাই এন্টারপ্রাইজের ব্যাবস্থানা পরিচালক তৈয়ব কোম্পানি, বিশিষ্ট ব্যবসায়ী সালাহউদ্দিন, লোহাগড়া রক্ত দান গ্রুপের এডমিন শরিফুল ইসলাম, যমুনা অটো রাইচ মিলের স্বত্বাধিকারী মোঃ ওসমান, উপজেলা ছাত্রলীগ নেতা বোরহান সোবহান প্রমুখ।