স্বাস্থ্যবিধি মেনে রবিবার (৬ সেপ্টেম্বর) শুরু হয়েছে একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশন। অধিবেশন শুরু হয় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে। সভাপতিমণ্ডলী নির্বাচন করা হয়েছে  নারায়ণ চন্দ্র চন্দ,  শিমিন হোসেন রিমি, কাজী ফিরোজ রশিদ ও আ স ম ফিরোজকে।

রোস্টার মেনে ৭০ থেকে ৯০ জন সদস্য অধিবেশনে অংশ নেবেন। অসুস্থ এবং বয়স্কদের অংশগ্রহণ থেকে বিরত থাকতে অনুরোধ জানানো হয়েছে। 

করোনাভাইরাসের কারণে বাংলাদেশ টেলিভিশন বেতীত অন্য কোনো গণমাধ্যম সেখানে সরাসরি প্রবেশ করতে পারছে না। নবম অধিবেশন চলবে ৯ সেপ্টেম্বর পর্য়ন্ত। তবে তবে স্পিকার চাইলে অধিবেশনের মেয়াদ আরও বৃদ্ধি করতে পারেন।