নেত্রকোনা:- নেত্রকোনা "মদন উপজেলা সাবরেজিষ্ট্রারের  বিরুদ্ধে গত ৯ সেপ্টেম্বর  স্থানীয় অনলাইন পত্রিকা দৈনিকপূর্বময় ডট কম ও জাতীয় দৈনিক দেশের কন্ঠ পত্রিকায় প্রকাশিত "মদন সাবরেজিষ্ট্রারের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ" শিরোণামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ  জানিয়েছেন মদন উপজেলা সাবরেজিষ্ট্রার পলাশ তালুকদার। 

প্রকাশিত সংবাদে বলা হয়, মদন উপজেলা দলিল লেখক সমিতির নিকট থেকে ১ লক্ষ টাকা উৎকোচ গ্রহণের মাধ্যমে সরকারি জমিতে সেমি পাকা ঘর নির্মাণের সুযোগ করে দিয়েছেন সাবরেজিষ্ট্রার। 

পলাশ তালুকদার জানান,"প্রকাশিত সংবাদটি উদ্দেশ্যমূলক মিথ্যা ও ভিত্তিহীন। আমি এর প্রতিবাদ জানাচ্ছি । তিনি আরোও জানান স্মারক নং ৬৯২ এর চিঠি অনুসারে জেলা রেজিষ্টার অস্থায়ী টিনসেড  নির্মাণের অনুমোদন দিয়েছেন ।

মূল রেজিষ্টার ভবনের অভ্যন্তরে ৬৫ জন দলিল লেখক বসেন,অনেক লোকজনের আনাগোনা থাকে,তাই সরকারি মূল্যবান কাগজপত্র হারানোর সম্ভাবনা থাকায় দলিল লেখকদের জন্য মূলভবনের বাইরে বসার জন্য টিনশেড নির্মাণ করা হচ্ছে।

নয়ন বর্মন,নেত্রকোনা প্রতিনিধি