নর্মদা তপভূমিতে বাস করেন সিয়ারাম। সনাতন ধর্মের রক্ষাকারী প্রাচীন সাধুদের মধ্যে উনি একজন। মধ্যপ্রদেশের খরগোত এলাকায় নর্মদা নদীর মাঝে দ্বীপের মতো স্থানে উনি বাস করেন। ওনার বর্তমান বয়স ১২৫ বছর এরও বেশী।

নর্মদা মাতা, মহাদেব ও রাম সীতার সাধনায় মগ্ন থাকেন সর্বদা। উনি সারাদিন ওনার সাথে দেখা করতে আসা ভক্ত দের জন্য চা বানান ও পরিক্রমাকারী সাধুদের থাকা খাওয়ার ব্যবস্থা করেন। কিন্তু লাখ টাকা দান করলেও উনি নেন না। মাত্র ১০ টাকা নেন, তাও রেজিস্ট্রার-এ লিখে রাখেন দাতার নাম। এই টাকা উনি সাধুদের সেবায় লাগিয়ে দেন।

কিছু বছর আগে উনার বাসস্থান ডুবে যাচ্ছিল, তাই ভারত সরকারের তরফ থেকে ২ কোটি ৫০ লাখ টাকা দেওয়া হয় আশ্রম তৈরী করার জন্য, কিন্তু উনি তা পাশের গ্রামের নাগ দেবতার মন্দিরে দান করে দেন, মন্দির নির্মাণ ও পরিক্রমা সাধুদের সেবার উদ্দেশ্যে।

তাঁর মতো সাধক দর্শন সত্যিই সৌভাগ্যের। তিনি তাঁর জীবন শুধু ঈশ্বর ও ভক্তদের সেবায় নিবেদন করেছেন।