আগষ্ট সরকার পতনের পর থেকেই চলে সনাতন ধর্মের মানুষের উপর নানা ধরনের নির্যাতন।

এরপর ১০ আগষ্ট পঞ্চগড় সহ সারা বাংলাদেশে সনাতন ছাত্র জনতা প্রতিবাদ সমাবেশ করে।

পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল শহরের ডিসিঅফিস ঘুরে আবার শহীদ মিনার প্রাঙ্গনে এসে শেষ হয়,সেখানে সমন্বয়করা তুলে ধরে আট দফা।

প্রধান উপদেষ্টা বিষয়টি নিয়ে বলেন, এখন উনি এসেছে, প্রশাসন ফিরছে সমস্যা হবেনা।

কিন্তু  পঞ্চগড় ,ঠাকুরগাঁও সহ উত্তরবঙ্গে এখনো চলছে রাতের আধারে অগ্নিসংযোগ। শুধু পঞ্চগড়ে ক্ষতিগ্রস্হ হয়েছে প্রায় ২০ টি পরিবার।

পঞ্চগড়ের সনাতন ছাত্র সমাজ এই অগ্নিসংযোগ, লুটপাট, ক্ষতিগ্রস্হ সনাতনী পরিবারে আর্থিক সহযোগিতায় এগিয়ে আসতে আহবান জানিয়েছে । আপনাদের সবার  সহযোগীতা একান্তভাবে কাম্য।

বিকাশ/নগদ/রকেটঃ 01865755523

আয়োজনেঃপঞ্চগড় সনাতন ছাত্র জনতা

 

পঞ্চগড় প্রতিনিধি, বাংলাদেশ দর্পণ