নেত্রকোনা:কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে নারী নির্যাতন,সংখ্যালঘু নির্যাতন ও ধর্ম অবমাননার প্রতিবাদে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নেত্রকোণা জেলা শাখা এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নেত্রকোণা জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(৭ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরের তেরীবাজার মোড়ে এই  মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সনাতন সমাজ বাংলাদেশ'র প্রধান সমন্বয়কারী নিরঞ্জন বর্মন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেত্রকোনা জেলা সভাপতি এডভোকেট সিতাংশু বিকাশ আচার্য্য চৌধুরী,সাধারণ সম্পাদক সুব্রত রায় মানিক,সাংগঠনিক সম্পাদক সুনীল বিশ্বাস, জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা নির্মল কুমার দাশ, সভাপতি রঞ্জিত কুমার সাহা,সহ সভাপতি জ্ঞানেশ চন্দ্র সরকার প্রমুখ।

মানববন্ধনে সারাদেশব্যাপী চলমান ধর্ষণ, নারী নির্যাতন, সংখ্যালঘু নির্যাতন বন্ধের দাবীতে জোর প্রতিবাদ জানানো হয়।

 

নয়ন বর্মন

নেত্রকোনা প্রতিনিধি