নেত্রকোনা: জেলার পূর্বধলা উপজেলার হুগলা বাজার সংলগ্ন শতবছরের পুরনোঐতিহ্যবাহী শ্রী শ্রী নৃসিংহ জিঊড় আখড়ায় চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২নভেম্বর) রাতে কোন এক সময় এই চুরির ঘটনা ঘটে।

মন্দির পরিচালনা কমিটির সভাপতি অসিত সেনজানান, এলাকার ঐতিহ্যবাহী এ মন্দিরে হরিনামসংকীর্তনসহ প্রতিবছরই ধর্মীয় নানা আয়োজন ও উৎসব হয়ে থাকে।

 শুক্রবার(১৩নভেম্বর)সকালের দিকে স্থানীয় এক ভক্ত নৃসিংহ জিঊড় আখড়া মন্দিরে প্রণাম করতে গিয়ে মন্দিরের তালা ভাঙা ও জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পেয়ে আশেপাশের মানুষকে জানান। পরে মন্দির কমিটির লোকজন  ঘটনাস্থলে গিয়ে দেখতে পান মন্দিরের মূল দরজাসহ তিনটি ঘরের চারটি তালা ভেঙ্গে ঘরে থাকা মালামাল দান বাক্সে থাকা টাকা পয়সা, থালাবাসন ও কাগজ পত্র নিয়ে গেছে চোরেরা।

খবর পেয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তাওহিদুর রহমান ঘটনাস্থল পরিদর্শনকরেন এবং চোরদের বের করে আইনের আওতায়আনা হবে বলে মন্দির কমিটিকে আশ্বস্থ করেন।বাজারের কাছে ঐতিহ্যবাহী পুরাতন এই মন্দিরেচুরির ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতংক বিরাজ করছে।

 
নয়ন বর্মন, নেত্রকোনা প্রতিনিধি