কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কটিয়াদীতে এক শিশুর হাত-পা বাঁধা লাশ পাওয়া গেছে। লাশ উদ্ধার হওয়া শিশুটির নাম মোছা: সাদিয়া আক্তার টুনি (৯)। সে তৃতীয় শ্রেণির ছাত্রী। তার বাবার নাম চুন্নু মিয়া এবং বাড়ি উত্তর লোহাজুরী গ্রামে। তিনি একজন জেলে।
শুক্রবার (২ জুলাই) দুপুরে উপজেলার লোহাজুরী ইউনিয়নের দক্ষিণ লোহাজুরী গ্রামে তার লাশ পাওয়া যায়। নিহত মেয়েটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে এলাকাবাসী ও স্বজনদের ধারণা।
স্থানীয়রা জানান, সকালে বাবাকে খুঁজতে বাড়ি থেকে বের হয়ে মেয়েটি নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করে চার ঘণ্টা পর গ্রামের একটি পাট ক্ষেতে তার হাত-পা বাঁধা ও গলায় ওড়না পেঁচানো লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ তার মরদেহ থানায় নিয়ে যায়।
কটিয়াদী থানার ওসি এসএম শাহাদাত হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ পাট খেত থেকে শিশুর লাশটি উদ্ধার করে। শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
অর্জুন কর্মকার, জেলা প্রতিনিধি, বাংলাদেশ দর্পণ