নেত্রকোণা: অপরাধ দমনে সফলতার সাথে দায়িত্ব পালন করায় নেত্রকোণায় শ্রেষ্ঠ নির্বাচিত পুলিশদের পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার(১০আগস্ট) দুপুরে নেত্রকোণা মডেল থানার কনফারেন্স রুমে জুলাই/২০২১ মাসের পুলিশের মাসিক অপরাধ সভা শেষে নির্বাচিতদের হাতে এই পুরস্কার তুলে দেয়া হয়।নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিগত জুলাই মাসের থানা এলাকার সার্বিক আইনশৃংখলা এবং অফিসার ও ফোর্সদের ব্যক্তিগত পারফরম্যান্স ও তুলনামুলক কর্ম মূল্যায়ণ শেষে মাসের শ্রেষ্ঠ অফিসার/ফোর্সদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। জুলাই/২০২১ মাসের শ্রেষ্ঠ এসআই হিসাবে পুরস্কার গ্রহন করেন এসআই মোঃ নুরুল ইসলাম। এছাড়াও শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসাবে এসআই মোঃ আমিনুল ইসলাম; শ্রেষ্ঠ CDMS অপারেটর এএসআই জিয়াউর রহমান, শ্রেষ্ঠ কম্পিউটার অপারেটর মনির হোসেন ও শ্রেষ্ঠ বেতার অপারেটর হিসাবে কনস্টেবল আশিক, শ্রেষ্ঠ সেরেস্তা মুন্সী হিসাবে কনস্টেবল লিজা আক্তার নির্বাচিত হয়েছেন। তারা প্রত্যেকে অফিসার ইনচার্জ ও পুলিশ পরিদর্শক (তদন্ত) এর নিকট হতে পুরস্কার গ্রহণ করেন।
নয়ন বর্মন, নেত্রকোণা প্রতিনিধি