নেত্রকোণা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোণায় "আলোরপথে" পাঠাগারে বঙ্গবন্ধুর আত্মজীবনীসহ অর্ধশতাধিক বই ও একটি বুকসেলফ বিতরণ করা হয়েছে।
সোমবার(১৬ই আগস্ট) সন্ধ্যায় এসব বই বিতরণ করেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক দেওয়ান রনি। এসময় অন্যান্যের মধ্যে আরোও উপস্থিত ছিলেন উপসহকারি পাট উন্নয়ন কর্মকর্তা সুজিত গোস্বামী,সাদা মানুষের ফাউন্ডেশনের আহ্বায়ক দীপক দাস, সদস্য আমিনুল ইসলাম মামুন,এস আলম মিন্টু,শেখ আব্দুল মান্নান,সুমন তালুকদার প্রমুখ।বইগুলো গ্রহণ করেন আলোরপথে পাঠাগারের সাধারণ সম্পাদক জয়দুল ইসলাম।
এ সময় দেওয়ান রনি তার বক্তব্যে বলেন,"সমাজের ভালো কাজগুলোকে উৎসাহ দিতে চান তারা,অজপাড়া গাঁয়ের ছেলে-মেয়েদের বই পড়ার প্রতি এত আগ্রহ দেখে তারা অনেক আনন্দিত। আলোকিত সমাজ ও মানুষ গড়তে বই পড়ার বিকল্প নেই।তাই নতুন প্রজন্মকে আলোকিত করা ও সেইসাথে বঙ্গবন্ধুকে জানার উদ্দেশ্যে পাঠাগারে কিছু বই উপহার দিয়েছেন তারা।ভবিষ্যতেও আরোও সহযোগীতা অব্যাহত থাকবে তাদের বলে জানিয়েছেন তিনি।"
নয়ন বর্মন,নেত্রকোণা প্রতিনিধি