কালীগঞ্জে ৬৮ হাজার গ্রাম বাংলার রাখাল রাজা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করলো রৌদ্দুর স্বেচ্ছাসেবী সংগঠন।
"শিক্ষার আলো ছড়িয়ে দিতে হও একসাথে যুক্ত, ঘুচিয়ে দাও দরিদ্রতা, করো পথশিশু মুক্ত"
সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে রৌদ্দুর স্বেচ্ছাসেবী সংগঠন। এরই ধারাবাহিকতায় ১৫ই আগস্ট ২০২১ রোজ রবিবার আয়োজিত হলো "রৌদ্দুর ভ্রাম্যমাণ বিদ্যালয়"-এর বাচ্চাদের সাথে জাতীয় শোক দিবস। উক্ত দিবস উপলক্ষে রৌদ্দুরের পক্ষ থেকে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আত্মার মাগফিরাত কামনায় সবার মাঝে মিলাদের ব্যবস্থা করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আশরাফুল আলম আশরাফ (মেয়র, কালীগঞ্জ পৌরসভা),বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃ মোঃ মনিরুজ্জামান রিংকু(কাউন্সিলর, ৫নং ওয়ার্ড, কালীগঞ্জ পৌরসভা) ।
আরোও উপস্থিত ছিলেন মাননীয় এমপি কন্যা মুমতারিন ফেরদৌস ডরিন(উপদেষ্টা, রৌদ্দুর স্বেচ্ছাসেবী সংগঠন),অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কামাল মাহমুদ বাপ্পি।১৫ই আগস্ট শোক দিবস উপলক্ষে যার মন মাতানো বক্তব্য সবাইকে অবিভূত করেছে। এছাড়াও উক্ত অনুষ্ঠানে রৌদ্দুরের সকল সদস্য উপস্থিত ছিলেন।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব রাব্বি ইসলাম(সভাপতি, রৌদ্দুর স্বেচ্ছাসেবী সংগঠন)।
প্রান্ত বিশ্বাস, কালীগঞ্জ ঝিনাইদহ প্রতিনিধি