নেত্রকোনায় নির্মাণাধীন বিল্ডিং থেকে পড়ে জহিরুল ইসলাম (১৮) নামে এক শ্রমিক নিহত হয়েছে। আজ বুধবার দুপুরে পৌর সদরের জয়নগর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে।

নিহত জহিরুল ইসলাম পৌর সদরের কাটলী এলাকার মৃত বাবুল মিয়ার ছেলে। সে রাজমিস্ত্রীর কাজ করত।
নেত্রকোনা মডেল থানার এসআই ত্রিদিপ কুমার বীর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ দুপুরে পৌর সদরের জয়নগর এলাকায় জনৈক রিয়াজুল ইসলামের বাসায় বিল্ডিং এর কাজ করছিল। এসময় বিল্ডিং এর দ্বিতীয় তলা থেকে অসাবধানতাবসত হঠাৎ নিচে পড়ে যায়। এতে মারাত্মক আহত হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।

 

প্রতিবেদক, বাংলাদেশদর্পণ.কম