পটুয়াখালীর গলাচিপার পানপট্টি ইউনিয়নের ৫নং ওয়ার্ডে  ইউপি নির্বাচন ঘিরে আবু সাঈদ চৌধুরী নিয়ে নিয়ে জনগনের মধ্যে দেখা গিয়েছে প্রবল আগ্রহ উত্তেজনা।


পানপট্টি ইউপি নির্বাচন আগামী ১১ই নভেম্বর  অনুষ্ঠিত হওয়ার ঘোষনা দিয়েছে।
এদিকে সময় ঘনিয়ে আসার সাথে সাথে পানপট্টি ইউপি নির্বাচনের সাম্ভব্য পদপ্রার্থীদের মধ্যে দৌড় ঝাপ শুরু হয়ে গেছে।


বিশেষ করে পানপট্টি ৫ ওয়ার্ডের মেম্বর পদপ্রার্থী আবু সাঈদ চৌধুরী কে নিয়ে সাধারন মানুষের মধ্যে ব্যাপকভাবে সাড়া ফেলেছে।


চায়ের দোকান,পাড়া-মহল্লা,মাঠ-ঘাট,হাট-বাজার সর্বত্র সাধারন মানুষের মাঝে চলছে সরগরম আলোচনা।
জনগনের মতে, দলমত নির্বিশেষে সাধারন মানুষ ৫ নং ওয়ার্ডে আবু সাঈদ চৌধুরিকে-ই  মেম্বর হিসেবে দেখতে চায়।


খোজ নিয়ে জানা যায়, পানপট্টি  ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫ নং ওয়ার্ডে মেম্বর হিসেবে সাধারন মানুষের মধ্যে তার যে আকাশচুম্বি জনপ্রিয়তা বয়েছে তাতে যোগ্য প্রার্থী আবু সাঈদ চৌধুরী (চর্দী) মিয়া।


জনগনের অধিকার রক্ষায় তিনি একজন নিবেদিত প্রান।
আবু সাঈদ চৌধুরী(চর্দী) মিয়া বলেন, " গত ৭ অক্টোবর জনগনের দোয়া ও ভালোবাসায় মনোনয়ন ফরম কিনেছি। জনগন আমাকে ভোট দিলে উন্নয়নমূলক কাজ ও গরীব,অসহয় ও ছিন্নমূল মানুষদের নিয়ে কাজ করতে পারবো।"

 

সুব্রত শীল | গলাচিপা প্রতিনিধি