হবিগঞ্জ:জেলার মাধবপুরের আন্দিউড়া ইউপির সুলতানপুর গ্রামের স্থানীয় অবনী দাসের বাড়িতে সরস্বতী মন্ডপে হামলা এবং ভাঙচুর চালানো হয়েছে। গতকাল রবিবার ওই এলাকার সাবেক মেম্বার মলাই মিয়ার নেতৃত্বে এই ন্যাক্কারজনক হামলা সংগঠিত হয়। এই হামলায় নারীসহ ৭ জন আহত হয়েছে, তারমধ্য একজনকে আশংকাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার বিস্তারিত বিবরণে জানা যায়, গতকাল সন্ধ্যার দিকে মন্ডপে আরতি চলাকালীন অভিযুক্ত মলাই মিয়া এসে পূজা বন্ধ করতে বলে, তার এই বক্তব্য নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে মলাই মিয়া এবং তার সহযোগীরা সহ এলোপাতাড়ি হামলা চালিয়ে প্রতিমা ভাঙচুর এবং পুরো মন্ডপ তছনছ করে। শুধু তাই নয়, এই ন্যাক্কারজনক ঘটনার সময় বাধা দিতে গেলে মলাই মিয়া এবং তার সহযোগীদের হামলায় নারীসহ কমপক্ষে ৭ জন আহত হয়।
স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো কেউ গ্রেপ্তার হয়নি।
জয় দেবনাথ
হবিগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশ দর্পণ