কক্সবাজারের চকরিয়ায় বাবার শ্রাদ্ধ শেষে ফেরার পথে পিকআপের ধাক্কায় পাঁচ সহোদর নিহতের ঘটনায় পিকআপ চালক সাইদুল ইসলাম সাইফুলকে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর মোহাম্মদপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন শুক্রবার রাতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, মূলত পিকআপের বেপরোয়া গতির কারণেই এই ঘটনা ঘটেছে। চাপা দিয়ে পিকআপ নিয়ে পালিয়ে যায় চালক। তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বাবা ডা. সুরেশ চন্দ্র শীলের মৃত্যুর পর ধর্মীয় আনুষ্ঠানিকতা হিসেবে ৮ ফেব্রুয়ারি পূজা দিতে চকরিয়ার ডুলাহাজারার মালুঘাট রিংভং ফকিরশাহ এলাকার মন্দিরে যাচ্ছিলেন পাঁচ ভাই ও দুই বোন। রাস্তা পার হওয়ার সময় তারা এক পাশে দাঁড়িয়ে থাকলে একটি দ্রুতগতির পিকআপ তাদের চাপা দেয়। ঘটনাস্থলে চার ভাইয়ের মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন আরও এক ভাই মারা যান। নিহতরা হলেন, অনুপম চন্দ্র শীল, নিরুপম চন্দ্র শীল, দীপক চন্দ্র শীল, চম্পক চন্দ্র শীল ও সরণ চন্দ্র শীল।

বিশেষ প্রতিবেদক, বাংলাদেশ দর্পণ