ফটিকছড়িতে ২ ছাত্রী চাপা দেওয়া ঘাতক গাড়ির চালক গ্রেপ্তার।


ফটিকছড়ি(চট্রগ্রাম): সড়ক দুর্ঘটনায় ২ স্কুলছাত্রীর মৃত্যুর ঘটনায় অভিযুক্ত  সেই ঘাতক চাঁন্দের গাড়ির চালক আলাউদ্দিনকে আটক করেছে পুলিশ । গত ৯ ফেব্রুয়ারি রোজ বুধবার দুপুর ১২ টার দিকে ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের পেলা গাজির টেক নামক স্থানে ট্রাফিক পুলিশের ধাওয়া থেকে রেহাই পেতে গিয়ে একটি ধান বোঝাই চাঁন্দের গাড়ি দুই জন ছাত্রীকে চাপা দেয়। যারা ঘটনাস্থলেই মারা যায় ছাত্রী মিশু ও নিশা মনি।  নিহত দুইজন হারুয়ালছড়ি উচ্চ বিদ্যালয়ের  দশম শ্রেণির ছাত্রী ছিলো। তার কয়েকদিন পর  নিহত  মিশু আকতারের চাচা বাদী হয়ে ফটিকছড়ি থানায় মামলা করলে, পুলিশ রোববার রাত ১২ টার দিকে চট্টগ্রাম শহরের বায়েজিদ এলাকা থেকে ঘাতক গাড়ির চালক আলাউদ্দিনকে  গ্রেপ্তার করে। 


এদিকে গ্রেপ্তার হওয়া চালক আলাউদ্দিন জানিয়েছে," হাইওয়ে পুলিশের তল্লাশি দেখে এক মোটরসাইকেল পালিয়ে যাচ্ছিলো। ওই মোটরসাইকেল কে বাচাঁতে গিয়ে ব্রেকফেল করে চাঁন্দের গাড়িটি,এতে পাশে থাকা ছাত্রী দুইজনকে চাপা দেয়"। 

 

আরো খবরে জানা যায় ওই দিন ঘটনাস্থলে ডিউটিরত দুই পুলিশের একজনকে সাময়িক বরখাস্ত ও অন্যজনকে দামপাড়া পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।


প্রশাসনের কাছে নিহতদের স্বজনরা উক্ত দুর্ঘটনার সুষ্ঠ বিচার দাবী করেছে।


সাগর দে।

উপজেলা প্রতিনিধি, বাংলাদেশ দর্পণ