নেত্রকোনা: 'সোনালি আঁশের সোনার দেশ,মুজিববর্ষে বাংলাদেশ' প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনায় উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণপ্রকল্পভূক্ত পাটবীজ উৎপাদক চাষী প্রশিক্ষণ (২০২১ -২২) অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার(১৭ই ফেব্রুয়ারি)সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। পাট অধিদপ্তর ও উপজেলা প্রশাসন সম্মিলিতভাবে এই প্রশিক্ষণের আয়োজন করে।


প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান অধ্যাপক তফছিরউদ্দিন খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগ সভাপতি  আব্দুস শহীদ, এফ এম মোবারক আলী, উপ পরিচালক জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, উপজেলা কৃষি কর্মকর্তা (সদর) সাবিনা ইয়াসমিন।জেলা পাট উন্নয়ন কর্মকর্তা নাজমুল হক, উপ সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা সুজিত গোস্বামী প্রমুখ।


প্রশিক্ষণ কর্মশালায় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১শত পাটবীজ উৎপাদক কৃষক অংশগ্রহণ করেন।



নয়ন বর্মন

নেত্রকোনা প্রতিনিধি,বাংলাদেশ দর্পণ