শারদাঞ্জলি ফোরামের উদ্যোগে ফেনী জেলায় ১১তম এবং দাগনভূঁইয়া উপজেলায় ১ম গীতা নিকেতন শুভ উদ্বোধন করা হয়েছে।
গত মার্চ ৪, ২০২২ ইং, শুক্রবার ফেনী জেলার দাগনভূঁইয়া উপজেলার রাধাগোবিন্দ সেবাশ্রম প্রাঙ্গণে রামনগর শারদাঞ্জলি গীতা নিকেতনের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী বিপ্লব চন্দ্র দাস, সুপারিনটেনডেন্ট , পি টি আই, মাইজদী, নোয়াখালী, উদ্বোধক হিসাবে শ্রী বিজন ভৌমিক, উপদেষ্টা, শারদাঞ্জলি ফোরাম দাগনভূঁইয়া উপজেলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শারদাঞ্জলি ফোরাম ফেনী সদর উপজেলা শাখার সভাপতি শ্রী টুটুল চন্দ্র দাস, শারদাঞ্জলি ফোরাম ফেনী জেলা কমিটির সাহিত্য বিষয়ক সম্পাদক ও শারদাঞ্জলি ফোরাম সোনাগাজী উপজেলা শাখার সভাপতি শ্রী যামিনী নাথ টিপু, শ্রী বলরাম চন্দ্র মজুমদার, ইন্সট্রাক্টর, ইউ আর সি, দাগনভূঁয়া সহ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ, শারদাঞ্জলি ফোরামের জেলা ও বিভিন্ন উপজেলার সভাপতি/সম্পাদক সহ অন্যান্য সারথিবৃন্দ। এছাড়াও মহাশশ্মান কমিটি, শ্রী শ্রী রাধাগোবিন্দ সেবাশ্রম, পশ্চিম রামনগর দাগনভূঁইয়ার সম্মানীত নেতৃবৃন্দ সহ প্রায় তিন শতাধিক ভক্ত ও গীতা শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শারদাঞ্জলি ফোরাম কেন্দ্রীয় কমিটি কর্তৃক প্রকাশিত গীতা শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।
প্রতিবেদক,বাংলাদেশ দর্পণ