নেত্রকোনা: বইবন্ধু পাঠাগারের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১৪ই মার্চ) বিকেলে নেত্রকোনা জেলা সদরের মৌগাতী ইউনিয়নে 'সাদা মানুষের ফাউন্ডেশনে'র সহযোগীতায় এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বইবন্ধু পাঠাগারের উদ্যোক্তা, কিশোর কবি রাসেল হাসানের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গল্পকার ও প্রাবন্ধিক প্রফেসর ননী গোপাল সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা গণ গ্রন্থাগারের সাধারণ সম্পাদক মারুফ হাসান খান অভ্র। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ত্রৈমাসিক 'বোধ' পত্রিকার সম্পাদক ও ভালবাসার কবি তানভীর জাহান চৌধুরী।
এছাড়াও অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন কবি মিল্টন সরকার, লোকসংগীত শিল্পী আবুল বাশার তালুকদার, সাদা মানুষের ফাউন্ডেশনের কর্ণধার দীপক দাস,সুজিত গোস্বামী প্রমুখ।
আলোচনায় বক্তারা বলেন, অজপাড়া গ্রামের পথের ধারে খোলা প্রান্তরে একটি কাঠের বাক্স
নিয়ে যাত্রা শুরু করা এই পাঠাগারটি দেখে তারা আপ্লুত। একদিন এই পাঠাগারটিও আরেকটি বিশ্ব সাহিত্য কেন্দ্র হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। এর প্রতিষ্ঠাতা কবি রাসেল হাসানকে এমন একটি অনন্য উদ্যোগ নেয়ার জন্য ধন্যবাদ জানান।
আলোচনা সভা শেষে কবিতা পাঠ ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। পরে পাঠাগারে নগদ অর্থ ও বই বিতরণ করা হয়।
নয়ন বর্মন
প্রতিবেদক,বাংলাদেশ দর্পণ