শালিখা প্রতিনিধিঃ মাগুরার শালিখার দেলুয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফ্রী মেডিকেল ক্যাম্প, ঔষধ বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল অনুষ্ঠিত হয়।
আয়োজনে আমাদের ভালোবাসা( আভা) ও ঢাকাস্থ শালিখা উপজেলা সমিতি।রোগীদেখেন অধ্যাপক ডা.আবুল হাসান মুহম্মদ বাসার,সহযোগী অধ্যপক ডা.শামীম রেজা,সহযোগী অধ্যপক ডা.ইউনুস হোসেন,ডা.মোঃ আফজাল হোসেন প্রমুখ।
সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখেন। প্যাথলজিক্যাল পরিক্ষা নিরিক্ষা ও কিছু রোগের ঔষধ বিতরণ করা হয়।
সুবির কুমার
শালিখা প্রতিনিধি,বাংলাদেশ দর্পণ