নারায়ণগঞ্জ: স্কুল শিক্ষিকার জমি নিয়ে শত্রুত ‍একটি পক্ষের সঙ্গে। কিন্তু গাছগুলো তো কোনো অপরাধ করেনি। তবে কেন অর্ধশতাধিক গাছ কেটে ধ্বংস করলো দুর্বৃরা! এমন ক্ষোভ নারায়ণগঞ্জের আড়াইহাজারের এক স্কুল শিক্ষিকার।

রবিবার (১৭ মে) ভোরবেলা আড়াইহাজার উপজেলার বিশনন্দী ইউনিয়নের গাজীপুরা গ্রামে এই ঘটনা ঘটে।

বিশনন্দী ইউনিয়নের গাজিপুরায় কড়ইতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা সুফিয়া খানম। তার বাড়ির আঙিনাসংলগ্ন জমিতে ফলমূল ও কাঠসহ বিভিন্ন প্রজাতির অর্ধশতাধিক গাছ সযত্নে বড় করছিলেন তিনি। রবিবার ভোরে কারা যেন গাছগুলো কেটে ফেলেছে। সকালে তিনি লক্ষ্য করেন সবগুলো গাছ গোড়া থেকে কেটে ফেলা।

স্কুল শিক্ষিকা জানান, দীর্ঘদিন যাবত স্থানীয় একটি মহল তাকে তার জমি বিক্রি করে দেওয়ার জন্যে চাপ সৃষ্টি করছিল। কিন্তু তিনি তাতে রাজি হন না। ফলে বিভিন্নভাবে তাকে এই জায়গা থেকে উচ্ছেদ করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

এ ব্যাপারে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন শিক্ষিকা সুফিয়া খানম।