আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আত্মশক্তি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত যোগাসন প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করা হয়েছে। গতকাল ২১শে জুন রাতে ফেসবুক লাইভের মাধ্যমে এই ফলাফল প্রকাশ করা হয়।

করোনা ভাইরাসের কারণে আত্মশক্তি ফাউন্ডেশন অনলাইনে যোগাসন প্রতিযোগিতার আয়োজন করে। যেখানে প্রতিযোগীদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। প্রতিযোগীদের স্বতঃস্ফূর্ত অশংগ্রহণে ১ম পর্ব শেষে ৫ জনকে চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত করা হয়। অবশেষে প্রতিযোগীদের পাঠানো যোগাসনের ভিডিও পর্যবেক্ষণ করে চুড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন ফারহানা সুলতানা। ১ম ও ২য় রানার্স আপ নির্বাচিত হয়েছেন যথাক্রমে আবু সুফিয়ান ও পিয়াস বণিক।

ফেসবুক লাইভে এসে ফলাফল প্রকাশ করেন আত্মশক্তি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও যোগ প্রশিক্ষক মাণিক রক্ষিত, উদয় শংকর রায় ও অপূর্ব উন্মেষ। এসময় তারা জানান দেশের ইতিহাসে এটাই প্রথম যোগাসন প্রতিযোগিতা। করোনা'র কারণে এবার অনলাইনে প্রতিযোগিতা হলেও আগামীতে আরও আড়ম্বরপূর্ণ ভাবে এই প্রতিযোগিতা আয়োজিত হবে।

বিশ্বজিৎ মজুমদার, নিজস্ব প্রতিনিধি | বাংলাদেশদর্পণ.কম