গত ২৪ ঘন্টায় বগুড়ায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরো ৫৫ জন । এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩৭১১ জন। বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন এ পর্যন্ত ৭০ জন।

রবিবার ( ১২ জুলাই ) সকাল ১১ টায় অনলাইন ব্রিফিংয়ে এ বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন ।

ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, আক্রান্তের মাঝে পুরুষ ৪৩ জন, নারী ৯ জন ও শিশু ৩ জন । তিনি আরো বলেন, মোট ২৬২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে  শজিমেকের ২৯জনের করোনা পজিটিভ পরীক্ষা করা হয়েছিল ১৮৮ জনের, টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের ৭৪ পরীক্ষার ফলাফলে মধ্যে পজেটিভ ২৬ জনের।

তথ্যসূত্রে জানা যায়, এ পর্যন্ত বগুড়া জেলায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২২ হাজার ১ শত ৬৮টি। পরীক্ষার ফলাফল পাওয় গেছে ১৯ হাজার ৭ শত ৪২টি। মোট আক্রান্তের সংখ্যা ৩৭১১ জন