যশোরে করোনা আক্রান্ত ও করোনা উপসর্গ নিয়ে মৃত্যবরণকারীদের সৎকার করবে রামকৃষ্ণ মিশন ও সনাতন বিদ্যার্থী সংসদ যশোর।

বৈশ্বিক মহামারী কোভিড-১৯ এর প্রকোপে বিপর্যস্ত জনজীবন। প্রতিদিনই লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সেই সাথে বাড়ছে মৃতের সংখ্যা। কিন্তু করোনা আক্রান্ত বা করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারীর সৎকার নিয়ে চলছে বিড়ম্বনা।

আজ ১৩ আগস্ট বিকালে যশোর রামকৃষ্ণ মিশন প্রাঙ্গনে "করোনা সৎকার সেবাকার্য" এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন যশোর রামকৃষ্ণ মিশনের উপাধক্ষ্য স্বামী আত্মবিভানন্দজী। এসময় সনাতন বিদ্যার্থী সংসদের পক্ষে উপস্থিত ছিলেন জেলার প্রধান সমন্বয়ক বিজন চৌধুরি, সদর উপজেলা সভাপতি নরহরি মজুমদার, বাঘারপাড়া উপজেলা সাংগঠনিক সম্পাদক সন্দীপ মন্ডল।

এসময় বিজন চৌধুরি জানান, করোনা সন্দেহভাজন কেউ মারা গেলে যদি তার পরিবার পরিজন সৎকারে অনাগ্রহ প্রকাশ করে তবে আমাদের জানালে আমরা সৎকারের ব্যবস্থা নেব।

উক্ত করোনা সৎকার সেবাকার্যের পরিচালনায় থাকবে সনাতন বিদ্যার্থী সংসদ ও সার্বিক সহযোগীতা করবে রামকৃষ্ণ মিশন, যশোর।

বিশ্বজিৎ মজুমদার, যশোর প্রতিনিধি | বাংলাদেশদর্পণ.কম