নেত্রকোনার মোহনগঞ্জ কেন্দ্রীয় জগন্নাথ মন্দিরে শনিবার গভীর রাতে মূর্তি (রাধা-কৃষ্ণ) ও কষ্টি পাথর (শিলা) চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় এলাকায় তোলপাড় চলছে। মন্দিরের সেবায়িত চন্দন চক্তবর্তী বলেন, মন্দিরের দেয়াল টপকে চোরেরা মূল মন্দিরের দরজার তালা ভেঙে মূর্তি ও কষ্টিপাথর নিয়ে যায়।

No description available.

অধ্যাপক বিপ্লব রায় জানান, মন্দিরে চুরি খুবই দুঃখজনক। এর আগে মন্দিরের শিলা চুরি হয়েছিল। রোববার দুপুরে ঘটনার খবর পেয়ে মন্দির পরিদর্শন করেন মোহনগঞ্জের ইউএনও মোঃ আরিফুজ্জামান ও থানার (ওসি) আবদুল আহাদ খান।

ওসি বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

মন্দির কমিটির সভাপতি রাধাচরন রায়, সম্পাদক নিবারন রায় নান্টু দুজনই অসুস্থ্য থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

 

নয়ন বর্মন, নেত্রকোনা প্রতিনিধি | বাংলাদেশদর্পণ.কম