আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোটার্স ইউনিটিতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত সম্মলনে কক্ষে লিখিত বক্তব্য পাঠ করে নির্বাহী মহাসচিব ও মুখপাত্র পলাশ কান্তি দে বলেন, দূর্গা পূজোর সরকারি ৩ দিনের ছুটির দাবীতে ২৩ শে সেপ্টেম্বর বেলা ৩ টায় প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি দিবে আমাদের জাতীয় হিন্দু মহাজোট।যদি না মানা হয় তাহলে ৬৪ জেলায় একসঙ্গে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হবে বলে জানান।
ইতিমধ্যে জানা গেছে, পটুয়াখালী জেলা হিন্দু ছাত্র মহাজোট এ মানববন্ধনে পূর্ন সমর্থন দিবে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটকে।
সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন শ্যামল কুমার রায় ও ড. প্রভাস চন্দ্র রায়।এছাড়াও এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলো প্রভাস মন্ডল, ফনি ভূষন হালদার, নিমাই আচর্য,ডিসি রায়,বাদল দত্ত। এছাড়াও ছিলেন হিন্দু যুব মহাজোটের সভাপতি প্রদিপ কান্তি দে, সাধারন সম্পাদক রাজেশ, প্রধান সমন্বয়কারী পঙ্কজ হালদার প্রমুখ।
আরো ছিলেন হিন্দু ছাত্র মহাজোটের সজীব বৈদ্য, রঘুনাথ,রুবেল দাশ প্রমুখ