চৌদ্দ দেবী মন্দির আগরতলা থেকে চৌদ্দ কি.মি দূরে কৈলাশহরে অবস্থিত। মহারাজা কৃষ্ণ মানিক্য নির্মাণ করেন এই মন্দিরটি।
মহারাজা ইন্দ্রমানিক্য কৈলাশহরের রাঙাউটিতে একটি এই মন্দিরের পাশেই আছে ৫ বর্গ কিমি জুড়ে একটা বড় হ্রদ নির্মাণ করেন যা এখন খাওড়াবিল নামে পরিচিত । জুলাই মাসের মাঝামাঝিতে পবিত্র চৌদ্দ দেবীর মন্দিরে প্রতি বছর খারকি উত্সব আয়োজন করা হয় এবং হাজার হাজার তীর্থযাত্রী ও ভক্ত এই উৎসব পরিদর্শন করেন।
স্থানীয়রা ধারণা করেন, দেবী চৌদ্দবার এই মন্দিরে এসেছিলেন। তাই এই মন্দিরটির নাম হয়েছে চৌদ্দ দেবীর মন্দির। এই মন্দিরে মায়ের চৌদ্দ রূপ দেখা যায় এবয় চৌদ্দ রূপেরই পূজা করা হয়।
গৌহাটি, শিলঙ, শিলচর, আগরতলা এবং ত্রিপুরার অন্যান শহরগুলোর থেকে নিয়মিত বাস যোগাযোগ আছে। শহর থেকে এই স্থানটির দূরত্ব প্রায় ৭.২ কিলোমিটার।