দেশে করোনা মহামারির সর্বাধিক থাবা পড়েছে খুলনা বিভাগে। গত ২৪ ঘণ্টায় শুধু খুলনা বিভাগেই করোনাভাইরাস সংক্রমিত হয়ে মারা গেছেন ৬০ জন। এসময়ে নতুন করে শুধু খুলনা বিভাগেই কোভিড পজিটিভ শনাক্ত হয়েছেন ১ হাজার ৯০০ জন। এ দুটো সংখ্যাই খুলনা বিভাগে এখন পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড।
বুধবার (৬ জুলাই) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন।
খুলনায় করোনার ভয়াবহতা টানা কয়েকদিন বৃদ্ধি পাচ্ছে। গেল সোমবার (৫ জুলাই) খুলনা বিভাগে সর্বোচ্চ ৫১ জনের মৃত্যু হয়েছিল। সেদিন সর্বোচ্চ ১ হাজার ৪৭০ জনের করোনা শনাক্ত হয়েছিল। আর মঙ্গলবার (৬ জুলাই) সর্বোচ্চ ১ হাজার ৮৬৫ জনের শনাক্তের রেকর্ড হয়েছিল। বুধবারে সেই মৃত্যুসংখ্যা আর শনাক্ত সংখ্যা সব রেকর্ডকে ছাড়িয়ে গেল।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের অধিদপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগের মধ্যে ২১ জনের মৃত্যু হয়েছে শুধু খুলনায়। এছাড়া বাগেরহাটে ৩ জন, যশোরে ৬ জন, নড়াইলে ৪ জন, মাগুরায় ১ জন, ঝিনাইদহে ৭ জন, কুষ্টিয়ায় ১১, চুয়াডাঙ্গায় ৫ জন, মেহেরপুরে ৬ জনের মৃত্যু হয়েছে।
খুলনা বিভাগে এখন পর্যন্ত ১০ জেলা মিলিয়ে মোট কোভিড পজিটিভ শনাক্ত হয়েছে ৬৩ হাজার ৯৩৪ জন। শুধু খুলনা বিভাগেই করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৩২৫ জন।
বিশেষ প্রতিবেদক, বাংলাদেশ দর্পণ