নেত্রকোনা: নেত্রকোনায় বিশেষ অভিযান চালিয়ে জুয়ারিসহ ১৪জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে । নেত্রকোনা মডেল থানা কর্তৃপক্ষ জানায়, বিগত কিছুদিন যাবত গোপন সংবাদের মাধ্যমে জানা যায় যে, নেত্রকোনা পৌরসভাধীন মোক্তারপাড়া মাঠ সংলগ্ন রাইফেল ক্লাবের নিচ তলায় জুয়া খেলার আসর জমে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ০৭/০২/২০২২ তারিখ দিবাগত রাত ১২:৩০ ঘটিকার সময় অফিসার ইনচার্জ, জনাব খন্দকার শাকের আহমেদ এর দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ সোহেল রানা এর নেতৃত্বে নেত্রকোনা মডেল থানার একটি টিম রাইফেল ক্লাবের নিচ তলায় অভিযান পরিচালনা করে। অভিযানে টাকার বিনিময়ে জুয়া খেলারত অবস্থায় জুয়ারী ১। মোঃ সাদেক মিয়া (৪৮), পিতা-মৃত জামির আলী, সাং- বড়গাড়া (তেলিগাতী), ২। মোঃ ইদ্রিছ মিয়া (৬০), পিতা- মৃত ইমান আলী, সাং- ইসলামপুর, ৩। মোঃ শাহজাহান মিয়া (৩৪), পিতা- মোঃ সাহেব আলী, সাং- ইসলামপুর, ৪। মোঃ নুরু মিয়া (৫৮), পিতা- মৃত মন্তাজ আলী, সাং- ইসলামপুর, ৫। মোঃ শান্ত মিয়া (৪৩), পিতা- মৃত আঃ মজিদ, সাং- পূর্ব মালনী, ৬। মোঃ সেলিম (৩৬), পিতা- মৃত কদর আলী, সাং-পূর্ব মালনী, ৭। মিঠু তালুকদার (৩৮), পিতা- মিহির তালুকদার, সাং- জয়নগর, ৮। মোঃ লিটন মিয়া (৪০), পিতা- মৃত আব্দুল মজিদ, সাং- মোক্তারপাড়া (মসজিদ কোয়ার্টার), ৯। মোঃ রাসেল মিয়া (৩৬), পিতা-মোঃ লাল মিয়া, সাং- খতিবনগুয়া, সর্ব থানা ও জেলা-নেত্রকোনাদেরকে গ্রেফতার করা হয় এবং জুয়ার আসর হইতে জুয়া খেলায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামসহ নগদ ৯,৩১৫/- টাকা উদ্ধার করা হয়। 


এছাড়া পৃথক অভিযানে নেত্রকোনা পৌরসভাধীন কুরপাড় এলাকা হইতে ০৩ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী ১০। এনামুল হক (৪১), পিতা- আঃ হক, সাং- মদন বাজার, থানা- মদন, জেলা- নেত্রকোনাকে গ্রেফতার করা হয়। এছাড়াও থানা এলাকার বিভিন্ন স্থান হইতে ওয়ারেন্ট ভূক্ত আসামী ১১। সবুজ মিয়া, ১২। মোঃ মানিক মিয়া, ১৩। নূর মোহাম্মদ, ১৪। মোঃ শাহ আলম দের গ্রেফতার করা হয়। উল্লেখ্য যে, আসামী মোঃ শাহ আলম এর নামে ০৩টি গ্রেফতারী পরোয়ানা মূলতবী ছিল। 


প্রতিবেদক, বাংলাদেশ দর্পণ