কক্সবাজার: কক্সবাজারের ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জমি দখল করে বসতবাড়ি নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। 

গত কয়েকদিন ধরে পার্শ্ববর্তী কিছু লোক শ্মশানের পাহাড় কেটে এসব বসতবাড়ি নির্মাণ করে যাচ্ছে। ফলে শ্মশানের পবিত্রতা নষ্টের পাশাপাশি শ্মশানের জমি বেদখলে চলে যাওয়ার আশংকা করছেন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন। কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনালের পাশেই অবস্থিত এই মহাশ্মশান।

ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশান পরিচালনা কমিটির সভাপতি রুপন মল্লিক অভিযোগ করে বলেন, শ্মশানের মোট ২ একর ৮৪ শতক জায়গা রয়েছে। এর মধ্যে প্রায় এক একরের মত জায়গা বেদখলে চলে গেছে। 

রুপন মল্লিক জানান, পার্শ্ববর্তী লারপাড়ার জনৈক লাল মোহাম্মদ, নুরুল আলম, মনোয়ারা বেগমসহ কয়েকজন ব্যক্তি শ্মশানের পাহাড় কেটে সেখানে বসতবাড়ি নির্মাণ করছেন। এতে শ্মশানের পবিত্রতা নষ্ট হচ্ছে এবং দেবভূমি বেদখল হয়ে যাওয়ার আশংকা করছেন তিনি।

এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহজাহান কবির বলেন, যদি কেউ শ্মশানের জায়গা দখল করে বসতবাড়ি বা কোন স্থাপনা নির্মাণ করে তাহলে তার বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।