নেত্রকোনা:নেত্রকোনার কেন্দুয়া ও মদন উপজেলার পৃথক স্থান থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (২৩ মে) সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হচ্ছে, কেন্দুয়ার কৃষ্ণরামপুর গ্রামের মাদব চন্দ্র দাসের ছেলে পলাশ চন্দ্র দাস (১৯) এবং মদন উপজেলার পূর্ব নায়েকপুর গ্রামের মৃত আলী আজগরের ছেলে মোবারক মিয়া (৩০)। নেত্রকোনা অতিরিক্ত পুলিশ সুপার এস এম মনিরুল ইসলাম (অপরাধ) বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ রবিবার সকাল সাড়ে ৬ টার দিকে কেন্দুয়ার কৃষ্ণরামপুর গ্রামে বাড়ীর পাশে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় পলাশ চন্দ্র দাস (১৯) নামে এক অটো চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
অন্যদিকে জেলার মদন উপজেলার পূর্বনায়েকপুর গ্রামের পাশে হাওরে গাছে ঝুলন্ত অবস্থায় মোবারক মিয়া (৩০) মিয়া নামে এক দিনমজুরের মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানায় পুলিশ।
নয়ন বর্মন । নেত্রকোনা প্রতিনিধি