নেত্রকোণা জেলার ভারত সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দায় আমদানি নিষিদ্ধ ২৫ বোতল ভারতীয় মদসহ ২ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো, উপজেলার রংছাতি ইউনিয়নের সন্ন্যাসীপাড়া (উত্তরপাড়া) গ্রামের সিরাজুল ইসলামের ছেলে জিন্নাত হোসেন(২১) একই গ্রামের আজিম উদ্দিনের ছেলে সোহাগ মিয়া( ২৬) ।
রবিবার সকালে উপজেলার রংছাতি ইউনিয়নের সীমান্তবর্তী সন্ন্যাসী পাড়া এলাকায় অভিযান চালিয়ে ২৫ বোতল মদসহ তাদেরকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এস,আই সুলতান আহম্মেদ ও এ,এস,আই হরিপদ পালসহ একদল পুলিশ সন্ন্যাসী পাড়া গ্রামে অভিযান চালিয়ে ভারতীয় ২৫ বোতল অফিসার চয়েজ মদসহ ২ জনকে আটক করে।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ খান জানান, রবিবার দুপুরে বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে আসামিদের নেত্রকোণা জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।
নয়ন বর্মন, নেত্রকোনা প্রতিনিধি